রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও-তে কর্মরত স্থানীয় প্রায় ৪০০০ শিক্ষক কে চাকুরীচ্যুতির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ০১মে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ দিন ধরে স্থানীয় শিক্ষকরা রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে আসছেন। ঠিক কী কারণে হাজার হাজার স্থানীয় শিক্ষককে চাকুরীচ্যুত করে রোহিঙ্গা শিক্ষকদের বহাল রেখেছে তা আমাদের বোধগম্য নয়। হাজার হাজার স্থানীয় শিক্ষককে চাকুরীচ্যুত করলে উখিয়া -টেকনাফে যে বিপর্যয় ও অস্থিরতা সৃষ্টি হবে তা কেউ সামাল দিতে পারবে না। রোহিঙ্গা শিক্ষকদের জন্য ফান্ড সংকট না থাকলেও স্থানীয় শিক্ষকদের জন্য কেন ফান্ড সংকট থাকবে? উখিয়া -টেকনাফেবাসী জানতে চায়। আমরা মনে করি এই সিদ্ধান্ত অমানবিক, অন্যায্য ও সম্পূর্ণ বৈষম্যমূলক।
তিনি আরো বলেন, যে মানুষগুলো বছরের পর বছর স্বল্প বেতনে, সীমিত নিরাপত্তায়, কঠিন বাস্তবতায় ক্যাম্পে শিক্ষকতা করে আসছেন তাদের কে বিনা নোটিশে চাকুরীচ্যুতির সিদ্ধান্ত কোনোভাবেই ন্যায্যতা লাভ করে না। আমরা এ ব্যাপারে সরকারের এনজিও ব্যুরো, আরআরআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে চাকুরীচ্যুতির হঠকারীমূলক সিদ্ধান্ত বাতিল করে মানবিক দৃষ্টিকোণ ও পরস্পর বোঝাপড়ার মাধ্যমে সকল পক্ষকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।