নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে জুলাই আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে সরকার।
রবিবার ( ১ জুন) সকালে উপজেলা প্রশাসনের হিমছড়ি কনফারেন্স রুমে জুলাই আহত সম্মুখ যোদ্ধাদের এ অনুদান চেক তুলে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
অনুদান প্রাপ্তরা হলেন,মধ্যম কাউয়ারখোপ ইউনিয়ের আবদুল সালামের ছেলে ফিরোজ মিয়া,রাজারকুল ইউনিয়নের পশ্চিম হালদারকুল এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ শাহজাহান, রাবেতার থোয়াইঙ্গাকাটা এলাকার আব্দু সালামের ছেলে মিজানুর রহমান,গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিলের নুর আহমদের ছেলে মোঃ মোবারক,কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের মোঃ ইউনুছের ছেলে মোঃ শাহরিয়ার শাহিন,খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি রাবেতার মোহাম্মদ হাছানের ছেলে মোহাম্মদ কালাম,জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালীর মোস্তফা কামালের ছেলে মোহাম্মদ সাইফুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার মোঃ আবদুল্লাহর ছেলে সাখওয়াত হোসাইন।
এর আগে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ তৈয়বুর রহমান, ছাত্র প্রতিনিধি মঈনুর রশিদ, যায়েদ বিন আমানসহ প্রমুখ ।